সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের    

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

Author Image
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে এক দোকান মালিকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে এস.এম. আমীর হামজা নামক এক গরুর খামারি।

এই হত্যা মামলার আবেদন সরাসরি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে আদালত।

গুলিতে নিহত মুদি দোকান মালিক আবু সায়েদের বাদী হয়ে এস এম আমীর হামজার (শাতিল) ১৩ আগষ্ট ২০২৪ ইং দায়ের করা মামলা গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন।

দণ্ডবিধির ৩০২ ধারায় দায়ের করা এ মামলা আদালত আমলে নেওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১নং আসামী করে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশীদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে এ মামলায় আসামি করা হয়েছে।

পাশাপাশি পুলিশের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এ মামলায় আসামি করার আবেদন করেছেন মামলার বাদী।

আমাদের X এ ফলো করুন
ক্যাটাগরি: রাজনীতি, সব খবর
সম্পর্কে আরো সংবাদ
Exit mobile version